Skip to Content

মহান বিজয় দিবস-১৬-ই ডিসেম্বর

১৬-ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। আসুন আমরা সকলেই অন্তরের গভীর থেকে বীর মুক্তি যোদ্বা এবং যুদ্বে নিহত ব্যক্তিদের শ্রদ্বা জানাই। শ্রদ্বায় মাথা নত করি তাদের স্মরণে।আজ তাদের এত বড় ত্যাগের কারণে আমরা স্বাধীন ভাবে চলতে পারছি, নিজের মাতৃভাষায় কথা বলতে পারছি এবং মনের ভাব প্রকাশ করতে পারছি।  

"সালাম সালাম হাজার সালাম

লাখো শহীদ স্মরণে........."

আসুন, লোক দেখানো জাকজমক করে শহীদ মিনারে ফুল দানের চেয়ে নিজের অন্তর থেকে গভীর শ্রদ্বা জানাই, আর প্রাণ দানকারী সকলের জন্য  প্রার্থনা করি। ধূমধাম করে পুস্পস্তবক অর্পন করলেই শ্রদ্বা দেখান হয়ে যায় না। আসল শ্রদ্বা অন্তর থেকে দেখাতে হয়। আসুন আমরা তাই করি। এতটুকু তাদের পাওনা। যথাযত সম্মান।

 


 


Dr. Radut | forum